Lyrics-song-Shishire Shishire Sharodo Akashe Lyrics -song-শিশিরে শিশিরে শারদ আকাশে- Subhamita




Shishire Shishire Sharodo Akashe Lyrics-song In Bangla:

This Is A Durga Puja Specialy Agomoni Song
Singer By - Subhamita Banerjee


শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী (x2)
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে
চির দিনের বানী ..
ভোরের আগমনী,
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।

সোনার আলোয় জাগবে পৃথিবী,
বাজবে আলোর বাঁশি (x2)
আকাশ পটে মহামায়ার,
ভুবনমোহীনি হাসি।
দিকে দিকে আজ উঠবে বেজে,
দিকে দিকে আজ উঠবে বেজে
মায়ের পদধ্বনি।
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।

বিশ্ব আজিকে ধ্যানমগ্না,
উদ্ভাসিত আশা (x2)
তাপিত তৃষিত ধরায় জাগবে,
প্রানের নতুন ভাষা।
মৃন্ময়ী মা আবির্ভূতা
মৃন্ময়ী মা আবির্ভূতাঅসুরবিনাশীনি।

শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে
চির দিনের বানী ..
ভোরের আগমনী
শিশিরে শিশিরে শারদ আকাশে
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।

Post a Comment

0 Comments