Ki Mayay Lyrics (কি মায়ায়) Belashuru | Shreya Ghoshal


 Ki Mayay is the latest Bengali Song by Shreya Ghoshal. Music Composed by Anupam Roy. Ki Mayay Lyrics In Bengali Writter by Anupam Roy and Song Programming Arrangements, Mixing - Mastering By Debojit Sengupta.

Ki Mayay Lyrics Song Details:

  • Song Name : Ki Mayay
  • Film Name : Belashuru
  • Singer : Shreya Ghoshal
  • Music and Lyrics : Anupam Roy
  • Arranged and Programmed by : Shamik  Chakravarty
  • Mixed and Mastered by : Debojit Sengupta
  • Directed by : Nandita Roy & Shiboprosad Mukherjee
  • Cinematographer : Shubhankar Bhar
  • Editor: Moloy Laha
  • Produced by : Windows

Ki Mayay Lyrics In Bengali : 

কি মায়ায় বেঁধেছো আমায়,
পিয়া গো,
কি মায়ায়, বেঁধেছো আমায়,
বুকে ধরে রাখো আরও কাছে থাকো
বুকে ধরে রাখো আরও কাছে থাকো,
ভালোবেসে ফেলেছি তোমায়,
ওগো পিয়া,
কি মায়ায় বেঁধেছো আমায়,
পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।
সানাই এর সুর বাজে ..
সানাই এর সুর বাজে
মন নেই কোনো কাজে,
পান পাতা দিয়ে ঢেকে রেখেছি হৃদয়
কি মায়ায় বেঁধেছো আমায়,
পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।
ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ
স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,
ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ
স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,
এমন মধুর রাতে.. আ আ..
এমন মধুর রাতে
হাত খানি রাখো হাতে,
সাতপাকে বাঁধা পড়ে গেছি চিরকাল।
কি মায়ায় বেঁধেছো আমায়,
পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।
বুকে ধরে রাখো, আরও কাছে থাকো
বুকে ধরে রাখো, আরও কাছে থাকো,
ভালোবেসে ফেলেছি তোমায়,
ওগো পিয়া,
কি মায়ায় বেঁধেছো আমায়,
পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।
কি মায়ায় বেঁধেছো আমায়,
পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।

Ki Mayay Lyrics In English :

Ki mayay bedhecho amay piya go
Ki mayay bendhecho amay
Buke dhore rakho aaro kachhe thako
Valobeshe felechhi tomay ogo piya
Ki mayay bendecho amay
Sanai er sur baaje
mon nei kono kaaje
Paan pata diye dheke
rekhechi hridoy
Ki mayay bedhecho amay piya go
Ki mayai bedhecho amay

Post a Comment

0 Comments