LyricsYou Are My Love is the latest Bengali Song by Ash King. Music Composed by Budhaditya Mukherjee. You Are My Love Lyrics In Bengali Writer by Budhaditya Mukherjee and Song Programming Arrangements, Mixing - Mastering By Shubhodeep Mitra.
Lyrics Song You Are My Love Details:
- Song : You Are My Love
- Singer : Ash King
- Composition And Lyrics : Budhaditya Mukherjee
- Music Curation : The Red Kettle
- Music Programming : Roop Mahanta
- Mix & Mastering : Shubhodeep Mitra
- Vocals Recorded by : Suvam Moitra
- Direction by : M N Raj
- Dop : Manas Ganguly
- Choreographer : Imran Sardhariya
- Produced by : Jeet, Gopal Madnani & Amit Jumrani
- Label : Grassroot Entertainment
You Are My Love Song Lyrics In Bengali :
মন বেয়াড়া দিচ্ছে ইশারা
তোর হতে চায় আজই,
নেই কোন উপায়
নেই কোন বাধা,
সবকিছুতে মন রাজি।
তোর চাউনিতে
মন হারালো আজ
কি করে বল বোঝাই,
তুই যদি রাজি চলনা একসাথে
আজ কোথাও হারাই।
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ,
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ।।
নীল খামে আনকোরা
কবিতারা যেন আজ,
লিখেছে প্রেমেরই ভাষা।
ও.. নীল খামে আনকোরা
কবিতারা যেন আজ,
লিখেছে প্রেমেরই ভাষা।
ও.. সময়ের সীমানা
ছাড়িয়ে আজ এই মন,
বুঝেছে শুধু কাছে আশার।
তোর চাউনিতে
মন হারালো আজ
কি করে বল বোঝাই,
তুই যদি রাজি চলনা একসাথে
আজ কোথাও হারাই।
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ,
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ।।
চল উড়ে যাই চলে মেঘের মুলুকে
যেখানে স্বপ্নরা মেশে,
ও.. চল উড়ে যাই চলে মেঘের মুলুকে
যেখানে স্বপ্নরা মেশে,
ও.. আনমনে দুজনে হারিয়ে যাবো
একসাথে প্রেমের ওই দেশে।
তোর চাউনিতে
মন হারালো আজ
কি করে বল বোঝাই,
তুই যদি রাজি চলনা একসাথে
আজ কোথাও হারাই।
ও.. ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ,
ইউ আর মাই লাভ
ইউ আর মাই লাভ।।
You Are My Love Song Lyrics In English :
Mon beyara dicche ishara
Tor hote chaay aaji
Nei kono upay nei kono badha
Sobkichute mon raji
Tor chaunite mon haralo aaj
Ki kore bol bojhai
Tui jodi raji cholna eksathe
Aaj kothao harai
You are my love
U r my love
Neel khame aankora
Kobitara jeno aaj
Likheche premeri bhasha
Somoyer simana
Chariye aaj ei mon
Bujheche shudhu kache ashar
0 Comments